ভারত থেকে কয়লা আনতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

- আপডেট সময় : ০৭:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
তাহিরপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে পাথরের গর্তে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে বাংলাদেশী এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম মো. রজব আলী (৫০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে।
বুধবার(১২) রাতে নিহত রজব আলীর জামাতা ফারুক মিয়া জানান, তাঁর শ্বশুর অনেক দিন ধরে লাকমা সীমান্তের ওপারে গিয়ে খাসিয়া বস্তিতে কাজ করতেন।
বুধবার দুপুরে কাজ করতে গিয়ে পাথরের গর্তে পড়ে যান। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই কার্তিক দাস বলেন, রজব আলী অবৈধপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে মাথায় পাথরের আঘাত পেয়ে মারা গেছেন বলে শুনেছি। সন্ধ্যায় নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, স্হানীয় সুত্রে জানতে পেরেছি লোকটি অবৈধভাবে ভারতের ভিতরে গিয়ে কাজ করতো। আজ দুর্ঘটনায় সে মারা গেছে এবং তাঁর স্বজনরা লাশ বাড়িতে নিয়ে এসেছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা বিজিবির চোখ পাখি দিয়ে ভিতরে চলে যাচ্ছে। এধরনের কাজ যারা করছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।