তাহিরপুরে দায়িত্বশীল সমাবেশে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান
নিবন্ধন ফেরত ও নেতাদের মুক্তির দাবীতে আন্দোলনে যাবে জামায়াত

- আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত পেতে ও সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
তিনি বর্তমান তত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বলেন জামায়াতে ইসলামী এদেশে পরিক্ষিত দেশপ্রেমিক দল। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে শত শত নেতা কর্মীকে শাহাদাৎ বরণ করতে হয়েছে, আমাদের নেতাদের জেল জুলুম ফাসির মোকাবিলা করতে হয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরেও আপনারা সেই জামায়াতের নিবন্ধন নিয়ে খেলছেন। সংগঠনের নিবন্ধন ও এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করতে ১৮ ফেব্রুয়ারি সারাদেশে আন্দোলন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের দ্বায়িত্বশীল সমাবেশে একথাগুলো বলেন জমায়াত নেতা তোফায়েল আহমেদ খান।
তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুতফুর রহমান দুলাল, জসিম উদ্দিন, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, সাজিনুর মেম্বার প্রমুখ।
সমাবেশ শেষে সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান এর সমর্থনে একটি প্রচার মিছিল বের করা হয়।