তাহিরপুরে ডাকাতি: পাহারাদার ও বণিক সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন

- আপডেট সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
গত ১১ মার্চ বুধবার রাতে তাহিরপুর উপজেলার বালিয়াঘাট নতুন বাজারের মো. আল-আমীন মিয়ার মোবাইল এবং বিকাশের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ডাকাতির সময় চোরেরা মুহূর্তের মধ্যে দোকানের সব মালামাল লুট করে নিয়ে যায়, যা এক ব্যবসায়ীর স্বপ্নকে এক নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে।
বালিয়াঘাট বাজারে বণিক সমিতি থাকার কথা বলা হলেও অনেকেই তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দা গাজী মিয়া বলেন, “বালিয়াঘাট নতুন বাজারে বণিক সমিতি আছে বলে আমাদের জানা নেই। যদিও বাজারের বয়স কুড়ি বছরের উপরে।”
তিনি আরো বলেন, “বাজারের পাহারাদারদের শরীরে এনার্জি নেই। বিদ্যুতের আলোতে একটু কুয়াশা পড়লে তারা চোখেও ঠিকমতো দেখতে পারে না। চোখে না দেখলে কানেও কম শুনার কথা। চুরি ও ডাকাতি ঠেকাতে হলে এলিট ফোর্স নিয়োগ দিতে হবে, অন্যথায় তা সম্ভব হবে বলে আমার মনে হয় না।”
আরেক ব্যবসায়ী আতাউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই হলো একটি বাজার, যার কোনো মা-বাপ নাই। এজন্যই আমি ব্যবসা বাদ দিয়েছি।”
এ ঘটনার পর বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়রা মনে করছেন, বাজারের বণিক সমিতির কার্যক্রম যথাযথ না হওয়া এবং পাহারাদারদের দায়িত্বে অবহেলার কারণে এমন ঘটনা বারবার ঘটছে।
এলাকার ব্যবসায়ীদের দাবি, দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুনরায় এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।