ফিরেছে শ্যালক ৩ দিনেও বাড়ি ফিরেননি দুলাভাই

- আপডেট সময় : ০৫:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
১.বিল্লাল মিয়া পিতা: মৃত: নরব আলী,গ্রাম :পূর্বচাইরগাঁও বয়স: আনুমানিক ৪৮
২.নাম: মরম আলী
পিতা: মরহুম সোনাফর আলী
গ্রাম: সোনাপুর
বয়স:৪৫
উভয়ের :ইউনিয়ন নরসিংপুর
উপজেলা: দোয়ারাবাজার,জেলা: সুনামগঞ্জ
দু’জন একে অন্যের শালা -দুলাভাই সম্পর্কের।
দু’জন ব্যক্তি গত ১৭ মার্চ সোমবার
তাদের ছোট ভাই হাফেজ আরাফাত আলী’কে
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসের উদ্দেশ্যে পৌছিয়ে দিতে গিয়ে আর বাড়ি ফিরেন নি। হাতে থাকা মোবাইল ফোনটিও ছিলো বন্ধ।
অনেক খোজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায় নি।
ফিরেছে শালক মরম আলী,ফিরেনি দুলাভাই।
তিন দিন পর আজ রাত ১০:৩০ মিনিটে সুনাপুর গ্রামে নিজবাড়িতে ফিরেছে শালক মরম আলী।
শালক বাড়ি ফিরলেও দুলাভাই সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারতেছেনা। একমতো বেহুঁশ অবস্থায় আছে। একবার বলছে ঢাকায় মেডিক্যাল আছে আবার বলছে জানেনা।
দয়াকরে কেউ কোনো সন্ধান পেয়ে থাকলে নিম্নের নাম্বারে ম্যাসেঞ্জারে, ইনবক্সে অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
যোগাযোগ নাম্বার : +880 1722-007735
(মো: তাহের উদ্দিন)
01838094485-সাংবাদিক সোহেল।