সংবাদ শিরোনাম ::
“শীতের পিঠা” আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ১৬৭ বার পড়া হয়েছে
শীতের দিনের সকল পিঠা,
খেতে লাগে বেজায় মিঠা।
লেপের নীচে রেখে দু’পা ,
যত পারিস ততই খা।
কিছু পিঠা পকেটে নাও,
হাটতে হাটতে খেয়ে যাও।
ঘরে থকলে খেজুরের গুড়,
লাগে আরো মিষ্টি মধুর।
ঘিয়ের ভাজা পিঠা গরম,
মুখে দিলে কোমল নরম।
শীতের পিঠা এতইনা স্বাদ,
সবাই যে খায়, পড়েনা বাদ।
খুকা খুকি খুব বেশি চায়
দাদা দাদি তারাও খায়।
পৌষ ও মাঘে পিঠা উৎসব,
শিশু কিশোর করে রব।
নায়ক নাইকা করে শুটিং ,
পিঠা খেতে ধরে বেটিং।
রাজা প্রজা ভিক্ষুক ফকির,
শীতের পিঠার করে ফিকির।
গাও গেরামে পিঠার মেলা,
শহর গঞ্জে ও করেনা হেলা।
বউ শ্বাশুরি পিঠা বানায়,
উল্লাস করে নাতি নেশায়।
বেয়াই বেয়ান আছে যেথা
পিঠা বানাই পাঠায় সেথা।
শীতের পিঠার এত ক্বদর,
শশুর বাড়ি জামাই আদর।
কি মজাদার হায়রে ও হায়,
শালী দূলায় পিঠা খায়।
,আপুরা খায়, আমিও খাই,
ভাই,বোনেরা মিলে সবাই।
পান সুপারি জর্দাও চুন,
শীতের পিঠার এতই গুণ।