দোয়ারাবাজারে আশার আলো প্রবাসী সোসাইটির ৪ লক্ষ টাকা অনুদান প্রদান

- আপডেট সময় : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
দোয়ারাবাজারে নিম্ন আয়ের মানুষের বসতঘর সংস্কার,অসহায় ও রোগাক্রান্তদের চিকিৎসায় ৪ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে বিভিন্ন দেশে অবস্থানরত উপজেলার নরসিংপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি।
বুধবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার স্থানীয় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আয়োজন সম্পন্ন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক আলতাফুর রহমান খসরু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব আতাউর রহমান, সমাজসেবক হাফিজুল ইসলাম জুয়েল,সমাজসেবক নুর আলী ইমরান।
সোসাইটির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে
ভার্চুয়ালী বক্তব্য রাখেন আশার আলো প্রবাসী সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সুরাব আলী,সিনিয়র সদস্য কালা মিয়া।
সংগঠনের সিনিয়র সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে,
তরুন সমাজসেবক আবিদ রনি ও ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন আল মদিনা একাডেমি’র পরিচালক
রফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান,
সমাজসেবক আব্দুর রউফ।
এসময় সোসাইটির সদস্য প্রবাসী আসাদ তালুকদার, মো: নুরুজ্জামান, দুলাল আহমদ,আশরাফুল আলম
রুবেল,সাংবাদিক তাজুল ইসলাম, সমাজসেবক নুরুল হক,নজরুল ইসলাম,মাষ্টার আজিজুর রহমান অলিল,
সমাজসেবক নিজাম উদ্দিন,তবরিছ আলী, ফখর উদ্দিন,আওলাদ আলী,মানিক মিয়া,রুবেল আহমদ,সোহেল আহমদ,সানোয়ার হোসেন,ফয়জুল হক বকুল,
কামাল উদ্দিন,খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে এলাকার ৪ জন রোগির চিকিৎসা সহযোগিতায় ১ লক্ষ টাকা নগদ অর্থ,গৃহনির্মাণ প্রজেক্টে ৫ টি পরিবারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা,বিবাহ পরিচালনা ও আর্থিক অভাবগ্রস্থ ২ টি পরিবারকে ২০ হাজার টাকা,
সোসাইটির সদস্য ইউকে প্রবাসী মনিরুজ্জামান সমুজের ব্যক্তিগত সহায়তায় গৃহনির্মাণ প্রজেক্টে হতদরিদ্র পরিবারকে নগদ ৫০ হাজার টাকা,
নরসিংপুর বাজার জামে মসজিদের গেইট নির্মানে নগদ ১ লক্ষ টাকা। মোট ৪ লক্ষ টাকা নগদ
অনুদান প্রদান করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি
পরিশেষে নরসিংপুর বাজার জামে মসজিদের ইমাম মাও কামরুজ্জামান নোমানীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।